বুধবার (১৮ অক্টোবর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত মনির ওই এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।
নিহতের মনিরের ভাতিজি অর্পিতা আক্তার জানান, মঙ্গলবার রাতে তিনি তার সৎ মায়ের ঘরে ঘুমিয়ে ছিলেন। বুধবার সকালে উঠে সৎ মা ও ভাইকে খুঁজে না পেয়ে পাশের বাড়ি থেকে সৎ মায়ের মোবাইলে ফোন করে তা বন্ধ পান। পরে পাশের বাড়ির এক আত্মীয়কে নিয়ে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে চাচা মনিরের ঘরে গিয়ে বিছানার উপর তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় অফিস থেকে ডেকে নিহতের বড়ভাই আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধে মনির হোসেন খুন হয়ে থাকতে পারেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহতের ভাবি ফাহিমা আক্তার ও ভাতিজা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।
নিখোঁজ ভাবি ফাহিমা আক্তার ও তার ছেলেকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
আরএস/এমজেএফ