বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে মিয়ানমারের সিভিল ও সেনাবাহিনীর মধ্যে সমস্যা হওয়ায় রোহিঙ্গা ইস্যু প্রকট আকার ধারণ করেছে।
প্রতিমন্ত্রী এম এ মান্নান আরো বলেন, খাবার নিয়ে সমস্যা নেই, পাঁচ লাখ রোহিঙ্গাকে খাওয়ানো সম্ভব। তবে সমস্যা হচ্ছে, ওদের এক জায়গায় রাখা। রোহিঙ্গা ইস্যুতে আমরা বহির্বিশ্ব থেকে অভূতপূর্ব সমর্থন পাচ্ছি। সবাই আমাদের সমর্থন করছে। অনেক দেশ তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছে। মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের পানিতে ফেলছে, আমরা তুলে এনে আশ্রয় দিচ্ছি। আমরা মানবিকতার জন্য সব কিছু করছি। এ ব্যাপার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে এ সভায় আরো বক্তব্য রাখেন-জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আল-হেলাল, আবেদ মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব রহমান পীর, যুগ্ম-সাধারণ সম্পাদক মাছুম হেলাল, অর্থ সম্পাদক সেলিম আহমদ, দপ্তর সম্পাদক শামস শামীম, ক্রীড়া সম্পাদক মাহমুদুর রহমান তারেক, কার্যনির্বাহী কমিটির সদস্য শাহজান চৌধুরী, ঝুনু চৌধুরী, হিমাদ্রী শেখর ভদ্র, জসিম উদ্দিন, আমিনুল ইসলাম, একে কুদরত পাশা, সদস্য মাসুক মিয়া, বিশ্বজিৎ ভট্টাচার্জ বাপন, শামছুল কাদির মিছবাহ্, রুজেল আহমদ, শহীদ নূর, ফুয়াদ মনি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এসআই