ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে বিএনপি নেতাসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
সেনবাগে বিএনপি নেতাসহ গ্রেফতার ৩

নোয়াখালী: নোয়াখালীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত থেকে বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত পৃথক স্থান থেকে তাদের অভিযান চালানো হয়। দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম টিপু এবং শিবির নেতা খোরশেদ আলম।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, গ্রেফারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতা সৃষ্টি, ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় থানায় একাধিক অভিযোগ রয়েছে। দুপুরে তাদের নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।