মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত থেকে বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত পৃথক স্থান থেকে তাদের অভিযান চালানো হয়। দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম টিপু এবং শিবির নেতা খোরশেদ আলম।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, গ্রেফারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতা সৃষ্টি, ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় থানায় একাধিক অভিযোগ রয়েছে। দুপুরে তাদের নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনটি