বুধবার (১৮ অক্টোবর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। সুখি খাতুন ওই গ্রামের মিলনের স্ত্রী।
শাহজাদপুর থানার উপ পরিদর্শক (এসআই) নূরুল হুদা বাংলানিউজকে জানান, ১০/১২ দিন আগে মিলন ও সুখি প্রেম করে বিয়ে করেন। ৩ দিন ধরে তারা আইকবাড়ি শক্তিপুর গ্রামের গোলজার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। বিয়ের আগে থেকেই বেপরোয়া চলাফেরা করতো সুখি। কিন্তু বিয়ের পর মিলন তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ নিয়ে মঙ্গলবার রাতে উভয়ের মধ্যে ঝগড়া হয়।
সকালে ঘুম থেকে জেগে ঘরের আঁড়ার সঙ্গে সুখির মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন মিলন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
আরএ