বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া অটোরিকশা স্ট্যান্ডে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আলম মিয়া উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইল গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বোনারপাড়া স্ট্যান্ডে ব্যাটারি চালিত অটোরিকশা সিরিয়াল দিচ্ছিলেন আলমের ছোট ভাই অটোরিকশা চালক আমজাদ। এনিয়ে আমজাদের সঙ্গে আরেক চালক পারভেজের কথা কাটাকাটি হয়। এরপর আলম পাশের কাজী আজাহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এসময় কালপানি গ্রামের অটোরিকশা মালিক বাবু মিয়া, তার চালক পারভেজ ও অটোরিকশার মিস্ত্রী আরিফ তার পথরোধ করেন। এরপর আলমকে খুর দিয়ে কুপিয়ে জখম করেন বাবু। একপর্যায়ে আলম জ্ঞান হারিয়ে ফেললে তারা পালিয়ে যান। পরে স্থানীয়রা আলমকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এসআই