শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর বাগবাড়ি ছোটমনি নিবাসে এতিম শিশুদের মুখে খাবার ও হাতে খেলনা তুলে দেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।
শিশুদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, শহীদ শেখ রাসেলও তোমাদের মতো শিশু ছিলেন।
এ সময় শিশুদের সঙ্গে কিছু সময় কাটান নেতারা। শিশুরা তাদের একটি দেশাত্মবোধক গান গেয়ে শোনায়।
এতিম শিশুদের মধ্যে খাবার ও খেলনা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, আওয়ামী লীগ নেতা এআর সেলিম, শাহ মুজিবুর রহমান জকন প্রমূখ।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনইউ/আরআই