ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শেখ রাসেলের জন্মদিনে খাবার ও খেলনা পেলো এতিম শিশুরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
শেখ রাসেলের জন্মদিনে খাবার ও খেলনা পেলো এতিম শিশুরা সিলেটে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ছোটমনি নিবাসে এতিম শিশুদের সঙ্গে আওয়ামী লীগ নেতারা

সিলেট: স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিনে খাবার ও খেলনা পেলো এতিম শিশুরা।

শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর বাগবাড়ি ছোটমনি নিবাসে এতিম শিশুদের মুখে খাবার ও হাতে খেলনা তুলে দেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।

শিশুদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, শহীদ শেখ রাসেলও তোমাদের মতো শিশু ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সবথেকে ছোট সন্তান শেখ রাসেলসহ পরিবারের সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়।

এ সময় শিশুদের সঙ্গে কিছু সময় কাটান নেতারা। শিশুরা তাদের একটি দেশাত্মবোধক গান গেয়ে শোনায়।

এতিম শিশুদের মধ্যে খাবার ও খেলনা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, আওয়ামী লীগ নেতা এআর সেলিম, শাহ মুজিবুর রহমান জকন প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।