ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নৌদুর্ঘটনা এড়াতে নিজস্ব উদ্যোগে মাঝিদের এলইডি বাতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
নৌদুর্ঘটনা এড়াতে নিজস্ব উদ্যোগে মাঝিদের এলইডি বাতি নৌদুর্ঘটনা এড়াতে নিজস্ব উদ্যোগে মাঝিদের এলইডি বাতি

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা নদীতে প্রায়শই শোনা যায় নৌকাডুবির ঘটনা। রাতে নদীতে বিভিন্ন নৌযানের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় নৌকা, ঘটে প্রাণহানি। এধরনের অনাকাঙ্ক্ষিত নৌদুর্ঘটনা এড়াতে বুড়িগঙ্গা নদীর বিভিন্ন রুটে চলাচলকারী নৌকার মাঝিরা নিজস্ব উদ্যোগে তৈরি করেছে ৪০ টাকার এলইডি বাতি।

রাতের বেলা বুড়িগঙ্গা পাড়ে সরেজমিন দেখা যায়, সমস্ত নদীজুড়ে ঝিকিমিকি তারার মতো জ্বলজ্বল করছে নৌকার বাতি।

এ বিষয়ে ইস্পাহানী ঘাট এলাকার মাঝি নজরুলের সঙ্গে কথা হলে তিনি বাংলানিউজকে বলেন, আগে রাতের বেলা প্রায়ই নৌকা ডুবতো।

তখন নৌকায় কেরোসিনের বাতি থাকতো। একটু বাতাস ছাড়লেই বাতি নিভে যেত, তখন অন্য লঞ্চ/জাহাজ নৌকাটি দেখেতে পেত না। ফলে লঞ্চ/জাহাজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবি হতো।

আলম মার্কেট ঘাটের মাঝি তৈয়ব আলীর সঙ্গে কথা বলে জানা যায়, এই এলইডি বাতি তৈরিতে খরচ হয় মাত্র ৪০ টাকা। উপকরণ হিসেবে প্রয়োজন ৫ টাকার ১টি এলইডি বাতি, অল্প বৈদ্যুতিক তার ও ২টি পেন্সিল ব্যাটারি।   এ বাতির সুবিধা হলো এটা বিভিন্ন রংয়ের আলো দেয়। ফলে দূর থেকে নৌকাটির অস্তিত্ব বোঝা যায়। এতে নৌদুর্ঘটনা অনেকাংশে কমে গেছে। তাছাড়া ২৪ টাকার ২টি ব্যাটারিতে চলে ২ মাস। আর আগে প্রতিদিন ১০ টাকার কেরোসিন তেলের প্রয়োজন হতো।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।