রাতের বেলা বুড়িগঙ্গা পাড়ে সরেজমিন দেখা যায়, সমস্ত নদীজুড়ে ঝিকিমিকি তারার মতো জ্বলজ্বল করছে নৌকার বাতি।
এ বিষয়ে ইস্পাহানী ঘাট এলাকার মাঝি নজরুলের সঙ্গে কথা হলে তিনি বাংলানিউজকে বলেন, আগে রাতের বেলা প্রায়ই নৌকা ডুবতো।
আলম মার্কেট ঘাটের মাঝি তৈয়ব আলীর সঙ্গে কথা বলে জানা যায়, এই এলইডি বাতি তৈরিতে খরচ হয় মাত্র ৪০ টাকা। উপকরণ হিসেবে প্রয়োজন ৫ টাকার ১টি এলইডি বাতি, অল্প বৈদ্যুতিক তার ও ২টি পেন্সিল ব্যাটারি। এ বাতির সুবিধা হলো এটা বিভিন্ন রংয়ের আলো দেয়। ফলে দূর থেকে নৌকাটির অস্তিত্ব বোঝা যায়। এতে নৌদুর্ঘটনা অনেকাংশে কমে গেছে। তাছাড়া ২৪ টাকার ২টি ব্যাটারিতে চলে ২ মাস। আর আগে প্রতিদিন ১০ টাকার কেরোসিন তেলের প্রয়োজন হতো।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
আরএ