ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শালিখায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় আহত ছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
শালিখায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় আহত ছাত্রের মৃত্যু

মাগুরা: মাগুরার শালিখা উপজেলায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় আহত কলেজ ছাত্র শিমুল মিয়া (১৭) মারা গেছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিমুল উপজেলার সিংড়া বিহারী লাল কলেজের এইচএসসির পরীক্ষার্থী।

নিহতের মা ফেরদৌসি বেগম বাংলানিউজকে বলেন, স্থানীয় একটি মাঠের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট পূর্ব বিরোধের জের ধরে শালিখার চেঙ্গারডাঙ্গা গ্রামের জাকারিয়ার নেতৃত্বে ৬ বখাটে যুবক ১৪ অক্টোবর সকালে শিমুলকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে ঢামেকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বাংলানিউজকে জানান, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। এলাকায় উত্তেজনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।