ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পবিপ্রবিতে দুই দিনব্যাপী আয়কর ক্যাম্প শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
পবিপ্রবিতে দুই দিনব্যাপী আয়কর ক্যাম্প শুরু পবিপ্রবিতে দুই দিনব্যাপী আয়কর ক্যাম্প

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দুই দিনব্যাপী আয়কর ক্যাম্প শুরু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ক্যাম্পের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ।

বরিশাল কর অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ জাহিদ হাছানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান সিকদার, পীরতলা বাজার বণিক সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ।  

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী কর কমিশনার মেহেদী মাসুদ ফয়সাল প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে পবিপ্রবি’র শিক্ষক, কর্মকর্তাদের অগ্রিম ৬ লাখ টাকার চেক বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মো. জাহিদ হাছানের হাতে তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ।

১৮ ও ১৯ অক্টোবর ২ দিনব্যাপী এ আয়কর ক্যাম্পে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ দুমকি উপজেলার ব্যবসায়ীরা আয়কর রিটার্ন জমা দেয়ার সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।