ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দূরন্ত চিতাকে পরাজিত করে হাওয়ারতরী বিজয়ী

ফজলে ইলাহী স্বপন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
দূরন্ত চিতাকে পরাজিত করে হাওয়ারতরী বিজয়ী কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা গোলাম হোসেন স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচের চূড়ান্ত খেলায় পাখিউড়া চরের দূরন্ত চিতাকে পরাজিত করে বিজয়ী হয়েছে ইজলামারীর হাওয়ারতরী।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কর্তিমারী নৌকা ঘাট এলাকায় মুক্তিযোদ্ধা গোলাম হোসেন স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহ্যবাহী নৌকা বাইচের চূড়ান্ত পর্বের খেলা শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী বিজয়ী নৌকার মালিকদের হাতে পুরস্কার হিসেবে একটি করে গরু তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. সিরাজুল ইসলাম, রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, শৌলমারী ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, যাদুরচর ইউপি চেয়ারম্যান শরবেশ আলী, মো. আবু হানিফ মাস্টার প্রমুখ।

সংসদ সদস্য রুহুল আমিন বাংলানিউজকে জানান, নদ-নদী অববাহিকার এ অঞ্চলের ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা প্রায় বিলুপ্তির পথে। তাই এ খেলাকে ধরে রাখাসহ নতুন প্রজন্মকে উৎসাহিত ও ভাই মুক্তিযোদ্ধা গোলাম হোসেনের স্মৃতিকে ধরে রাখতেই এ আয়োজন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।