বুধবার (১৮ অক্টোবর) ভোরে হবিগঞ্জের চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের মৃত বীরেন্দ্র দাসের ছেলে সজল দাস (৩৪) ও চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের জুবেদ আলীর ছেলে ফরিদ মিয়া (২৭)।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকার বাংলানিউজকে জানান, ভোরে তার নেতৃত্বে র্যাবের একটি দল শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়ায় অভিযান চালিয়ে ১৪শ’ ১০ পিস ইয়াবাসহ সজলকে আটক করে। এর পরপরই শায়েস্তাগঞ্জ সড়কের মোড় থেকে ৩০৪ পিস ইয়াবাসহ ফরিদ মিয়াকে আটক করে র্যাব।
তিনি আরো জানান, আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এসআই