বুধবার (১৮ অক্টোবর) পিবিআই সংস্থা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোর পিবিআই এর একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে মিরপুরের কল্যাণপুর এলাকা থেকে নকল ওষুধ বিক্রয়কারী চক্রের সদস্য মো. জয়নুল আবেদীন (৩৯) এবং খিলগাঁও ফ্লাই ওভারের পাশ থেকে মো. ফারুক মিয়া (৩৭) আটক করে।
এ ঘটনায় খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিক হাসান বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
পিআর/আরআইএস/