ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নকল ওষুধ বিক্রয় চক্রের ২ সদস্য আটক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
রাজধানীতে নকল ওষুধ বিক্রয় চক্রের ২ সদস্য আটক রাজধানীতে নকল ওষুধ বিক্রয় চক্রের ২ সদস্য আটক।

ঢাকা: রাজধানীর মিরপুর থেকে নকল ওষুধ বিক্রয় চক্রের ২ সদস্যকে আটক করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

বুধবার (১৮ অক্টোবর) পিবিআই সংস্থা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোর পিবিআই এর একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে মিরপুরের কল্যাণপুর এলাকা থেকে নকল ওষুধ বিক্রয়কারী চক্রের সদস্য মো. জয়নুল আবেদীন (৩৯) এবং খিলগাঁও ফ্লাই ওভারের পাশ থেকে মো. ফারুক মিয়া (৩৭) আটক করে।

আটক জয়নুল টাঙ্গাইলের বলদীআটা গ্রামের রমজান আলীর ছেলে ও ফারুক গাইবান্ধার জালাগাড়ীর লুৎফর রহমানের ছেলে।

এ ঘটনায় খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিক হাসান বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।