ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একই সময়ে আওয়ামী লীগের দু’টি গ্রুপ পাল্টা পাল্টি সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ অক্টোবর) দুপুর থেকে জারি করা এ ধারা সন্ধ্যা ৬টা পর্যন্ত বহাল থাকবে।
হরিণাকুণ্ডু উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগের দু’টি গ্রুপ ওই স্কুল মাঠে একই সময়ে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ জারি করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘন্টা, অক্টোবর ১৮, ২০১৭
আরবি/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।