বুধবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের ধনীপাড়ায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরজিনা উপজেলার দক্ষিণ গাইঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
এদিকে, দুর্ঘটনার পর ধনীপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে এবং অ্যাম্বুলেন্স ও চালককে আটকের দাবি জানায় স্থানীয়রা। পরে বোদা থানা পুলিশ এসে অ্যাম্বুলেন্সসহ চালককে আটকের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে দেয়।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম জানায়, দুপুরে সহপাঠীদের সঙ্গে পার্শ্ববর্তী বামাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন আরজিনা। সে অটোরিকশা থেকে নেমে রাস্তা পাড় হওয়ার সময় পঞ্চগড় থেকে রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এসআই