ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রংপুর রেঞ্জের সেরা লালমনিরহাটের পুলিশ সুপার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
রংপুর রেঞ্জের সেরা লালমনিরহাটের পুলিশ সুপার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: আইনশৃঙ্খলা রক্ষা, আসামি গ্রেফতার, মাদক উদ্ধার ও সেবা দানে রংপুর রেঞ্জের চারটি বিষয়ে সেরা হিসেবে পুরস্কৃত হয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপারসহ তিন কর্মকর্তা।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে রংপুর রেঞ্জের বিভাগীয় মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সেরাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

পঞ্চম বারের মতো রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক, ট্রাফিক বিভাগে ১০ম বারের মতো শ্রেষ্ঠ হয়েছেন লালমনিরহাট ট্রাফিক পরিদর্শক তরিকুল ইসলাম তারিক এবং শ্রেষ্ঠ উদ্ধারকারী কর্মকর্তা ও শ্রেষ্ঠ উপ পরিদর্শক (এসআই) হিসেবে একাই দু’টি বিষয়ে শ্রেষ্ঠ হয়েছেন কালীগঞ্জ থানার এসআই নুরুল হক।

পুরস্কার দেয়ার সময় উপস্থিত ছিলেন-রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি অপরাধ ও অভিযান চৌধুরী মঞ্জুরুল কবির (বার), রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।