বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন কৃষ্ণচূড়া রোডে এ খাদ্য উৎসব শুরু হয়েছে।
বেরোবি শিক্ষার্থীদের সংগঠন ‘আলোকিত দিনের সন্ধানে (আদিস)’ আয়োজিত ‘ফুড ফেস্ট’ শীর্ষক এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো আতিউর রহমান।
আয়োজক সংগঠন আদিস বিভিন্ন প্রকার খাবারের আয়োজন করেছে। যা নির্ধারিত মূল্য পরিশোধের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যে কেউ সংগ্রহ করতে পারবেন। এ থেকে প্রাপ্ত অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য ব্যয় করা হবে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত এ আয়োজন চলবে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
ওএইচ/