ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বেরোবিতে তিন দিনব্যাপী খাদ্য উৎসব

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
বেরোবিতে তিন দিনব্যাপী খাদ্য উৎসব বেরোবিতে তিন দিনব্যাপী খাদ্য উৎসব/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেরোবি (রংপুর): সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন দিনব্যাপী খাদ্য উৎসব শুরু হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন কৃষ্ণচূড়া রোডে এ খাদ্য উৎসব শুরু হয়েছে।

বেরোবি শিক্ষার্থীদের সংগঠন ‘আলোকিত দিনের সন্ধানে (আদিস)’ আয়োজিত ‘ফুড ফেস্ট’ শীর্ষক এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো আতিউর রহমান।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠন আদিস বিভিন্ন প্রকার খাবারের আয়োজন করেছে। যা নির্ধারিত মূল্য পরিশোধের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যে কেউ সংগ্রহ করতে পারবেন। এ  থেকে প্রাপ্ত অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য ব্যয় করা হবে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত এ আয়োজন চলবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।