ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় স্বাভাবিক জীবনে ফিরে এলো ৫৫ মাদক ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
ভোলায় স্বাভাবিক জীবনে ফিরে এলো ৫৫ মাদক ব্যবসায়ী

ভোলা: ভোলায় আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এলো মাদক ব্যবসায়ী ও সেবীরা।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ, কমিউনিটি, বিট পুলিশিং ও আত্মসমর্পণ অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের কাছে তারা আত্মসমর্পণ করেন।

অনুষ্ঠানে মাদকসেবী ও ব্যবসায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। এসব মাদক ব্যবসায়ীদের পুর্নবাসিত করা হয়েছে।

এরমধ্যে- ভোলা সদরে ১৪ জন, দৌলতখানে চারজন, বোরহানউদ্তিনে আট জন, লালমোহনে চার জন, চরফ্যাশনে ১১ জন, মনপুরায় দুই জন, তজুমদ্দিনে চারজন, শশীভুষনে চারজন, দক্ষিণ আইচা থানায় চারজন রয়েছে।

ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- বরিশাল রেঞ্জের ডিআইজি মো.  শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন- সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ, জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যপ্টেন মোসায়েদ, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস মো. ইউনুস, চেম্বার পরিচালক শফিকুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।