ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আ.লীগের ১১ দফা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়: মওদুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
আ.লীগের ১১ দফা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়: মওদুদ ছবি: কাশেম হারন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচন কমিশনে (ইসি) দেওয়া আওয়ামী লীগের ১১ দফা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান।  

ক্ষমতাসীন দলের প্রস্তাবে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয়নি উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতা সম্পর্কে জানে না।

তাই আজ ইসিতে ১১ দফা করতে গিয়ে তারা বলে এসেছে, আওয়ামী লীগের অধীনেই নির্বাচন হবে।

‘খালেদা জিয়া আজ দেশে ফিরছেন, শিগগির নির্বাচনী সহায়ক সরকারের রূপরেখা দেবেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে যাবেন তিনি। ’ 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।