ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, ফেনী পৌরসভা মেয়র হাজী আলাউদ্দিন।
এ্যাডভোকেট রাশেদ মাযহার ও জ্যাবিন শরমিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান বলেন “ছাত্র ছাত্রীদের ও শিশুদের শুধু লেখাপড়া করলে চলবে না, পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।
তিনি বলেন, খেলাধুলার জন্য বর্তমান সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের মধ্যে সর্বধিক গুরুত্ব দিচ্ছে।
ফুটবলকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা উল্লেখ করে তিনি বলেন, মানুষ যতদিন থাকবে ততদিন ফুটবল খেলা থাকবে।
উদ্বোধনী দিনে ফেনী সদর উপজেলা ও সোনাগাজী উপজেলা ফুটবল দলের খেলা মাঠে গড়ায়। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে ২-১ গোলে জয় পায় ফেনী সদর উপজেলা ফুটবল দল।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এসএইচডি/আরআই