বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বাদী হয়ে লৌহজং থানায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জন জেলেকে আসামি করে মামলাটি দায়ের করেন।
ভোর সাড়ে ৫টায় পদ্মার একটি চরে অভিযান চালাতে গিয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা জেলেদের হামলায় আহত হন।
আহত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বাংলানিউজকে জানান, সরকারি কাজে বাধা এবং আতর্কিত হামলা করে আহত করায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মা ইলিশ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বাংলানিউজকে জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনটি