ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
করিমগঞ্জে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে মো. বরকতউল্লাহ (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ আক্টোবর) বিকেলে করিমগঞ্জ উপজেলার সাকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরকতউল্লাহ উপজেলার সাকুয়া গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার সাকুয়া মসজিদ এলাকার সড়কে বরকতউল্লাহ হেঁটে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।