বুধবার (১৮ অক্টোবর) বিকেলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
এসময় আরো উপস্থিত ছিলেন-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, জোন কমান্ডার রিদওয়ানুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সাফিউল সারোয়ার প্রমুখ।
এবারে ব্যক্তিগত সাম্পান প্রতিযোগিতায় প্রথম মো. জামাল, দ্বিতীয় আব্দুল মান্নান এবং তৃতীয় হয়েছেন মো. দিদার।
নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম দিতি ত্রিপুরা ও তার দল এবং দ্বিতীয় হয়েছেন রচনা ত্রিপুরা ও তার দল।
পুরুষদের ছোট নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম জলহস্তী ত্রিপুরা ও তার দল, দ্বিতীয় ছবি ত্রিপুরা ও তার দল এবং তৃতীয় হয়েছেন ফারুক ও তার দল।
পুরুষদের বড় নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম শিরমণি ত্রিপুরা ও তার দল, দ্বিতীয় ছবি ত্রিপুরা ও তার দল এবং তৃতীয় হয়েছেন তাতুমণি ত্রিপুরা ও তার দল।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে নগদ টাকা ও ক্রেস্ট বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
আরবি/