ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রংপুর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
রংপুর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের হাতে ডিআইজি ক্রেস্ট ও সনদপত্র তুলে দিচ্ছেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুর রেঞ্জ পুলিশের মাসিক (সেপ্টেম্বর) অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) রংপুর পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) কার‌্যালয়ের সম্মেলন কক্ষে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়াতে কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক দশজন শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তার হাতে ডিআইজি ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে লালমনিরহাট জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক, শ্রেষ্ঠ সার্কেল দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, শ্রেষ্ঠ কোর্ট কর্মকর্তা দিনাজপুর জেলার কোর্ট পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান, শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবতী, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টরসহ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তা লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো নুরুল হক, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট লালমনিরহাট, শ্রেষ্ঠ সহকারী সাব-ইন্সপেক্টর কুড়িগ্রাম সদর থানার অতিরিক্ত উপ পরিদর্শক (এএসআই) মো. তাজ উদ্দীন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা রংপুর কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) মো. ওলিয়ার রহমান এবং দিনাজপুর কোতোয়ালী থানা শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে।

সভায় রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, রংপুর বিভাগের শান্তি-শৃঙ্খলা বজায় এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে বিশেষ ভূমিকা রাখায় পুলিশ কর্মকর্তাদের সদা সজাগ থাকতে হবে। সমাজের প্রত্যেক মানুষ যেন আইনের সেবা পায় তা নিশ্চিত করতে হবে।

রংপুর রেঞ্জের গত সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে  সভায় আলোচনা হয়।

ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) চৌধুরী মঞ্জুরুল কবির, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের পুলিশ সুপার মো. মজিদ আলী, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু মারুফ হোসেন, আরআরএফ সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর, লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম, নীলফামারীর পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম, রংপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।