ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুয়েতে নিহত পাঁচজনের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
কুয়েতে নিহত পাঁচজনের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার কুয়েতে নিহত পাঁচজনের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

মৌলভীবাজার: কুয়েতে একটি আবাসিক ভবনের এসির কমপ্রেসার বিস্ফোরণে নিহত জুনেদ আহমেদের স্ত্রী রোকেয়া বেগম, তার দুই ছেলে ও দুই মেয়েসহ পাঁচজনের মরদেহ দেশে আসছে বৃস্পতিবার (১৯ অক্টোবর)।

সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় কুয়েতের সালমিয়াত এলাকায় দুর্ঘটনায় মারা যান একই পরিবারের পাঁচজন।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান নিহত রোকেয়া বেগমের বড় ভাই মো. জাকারিয়া ওরফে জাকির।

 

তিনি বলেন, বিকেলে কুয়েতে তার ছোট বোনের স্বামী জুনেদ আহমেদের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন কুয়েত সময় রাত ১২টায় কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্বজনদের মরদেহ নিয়ে রওয়ানা দেবেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের জুনেদ আহমেদ সপরিবারে কুয়েতে বসবাস করতেন। এসি বিস্ফোরণে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার স্ত্রী রোকেয়া বেগম (৩৪), বড় মেয়ে জামিলা আহমদ (১৫), বড় ছেলে ফাহাদ আহমদ (১২), ছোট ছেলে ইমাদ আহমদ (৯) ও ছোট মেয়ে নাবিলা আহমেদের (৫) মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।