বুধবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টন এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মানবপাচারকারী চক্রের এ সদস্যরা সাধারণ মানুষদের অবৈধভাবে ইরাকে পাঠান এবং সেখানে আটকে রেখে নানা ভাবে নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মিজানুর রহমান।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এসজেএ/আরআইএস/