বুধবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বাকিলা এলাকার কৈয়ারপুল রেলক্রসিংয়ের ৫০ গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে ঘটনাস্থল থেকে হাজীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আরিফ উপজেলার চার নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামের হাওলাদার বাড়ির তৈয়ব আলীর ছেলে।
কৈয়ারপুল রেলগেট ম্যান আব্দুল ওয়াব সরকার বাংলানিউজকে জানান, দুপুরে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
কালচোঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বাংলানিউজকে জানান, আরিফ মানসিক রোগী ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘন্টা, অক্টোবর ১৮, ২০১৭
আরবি/