বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতায়নের উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য জেলা জাসদ নেতা রেজাউল করিম তানসেন ।
স্থানীয় জাসদ নেতা অনীল চন্দ্র সরকারের সভাপতিত্বে গ্রামবাসী আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম তানসেন বলেন, ২০১৮ সালের মধ্যেই শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পল্লী বিদ্যুতের এজিএম রেজাউল করিম, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, পল্লী বিদ্যুতের পরিচালক মাহফুজার রহমান, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমবিএইচ/ওএইচ/