ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুতের আলোয় আলোকিত ১৭২ পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
বিদ্যুতের আলোয় আলোকিত ১৭২ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত ১৭২ পরিবার/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বড়ইচড়া ও চন্ডিপুর গ্রামের ১৭২ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতায়নের উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য জেলা জাসদ নেতা রেজাউল করিম তানসেন ।

স্থানীয় জাসদ নেতা অনীল চন্দ্র সরকারের সভাপতিত্বে গ্রামবাসী আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম তানসেন বলেন, ২০১৮ সালের মধ্যেই শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে।

আর্থসামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি বিদ্যুৎ। শেখ হাসিনা সরকারের ১০টি অর্জনের একটি ঘরে ঘরে বিদ্যুৎ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পল্লী বিদ্যুতের এজিএম রেজাউল করিম, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, পল্লী বিদ্যুতের পরিচালক মাহফুজার রহমান, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।