বুধবার (১৮ অক্টোবর) বিকেলে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের জেল জরিমানা করা হয়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ বাংলানিউজকে জানান, বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত শিবালয় উপজেলার যমুনা নদী এলাকায় অভিযান চালিয়ে ৩০ জন জেলেকে আটক করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ররিবুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে উপজেলার যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে তিন হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশসহ পাঁচজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটক ব্যক্তিদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা। অপরদিকে তাদের কাছ থেকে উদ্ধার করা মাছগুলো এতিমখানায় দেওয়া হয় এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএস/আইএ