ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লংগদুতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
লংগদুতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলার দুর্গম জনপদে ৪শ’ গরিব জনসাধারণকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা দিয়েছে লংগদু সেনা জোন।

বুধবার (১৮ অক্টোবর) দিনব্যাপী ওই উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের উত্তর রহমতপুর এলাকায় এ চিকিৎসা সেবা দেয়া হয়।

লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আলীম চৌধুরী এ চিকিৎসা সহায়তা ক্যাম্পের উদ্বোধন করেন।

এসময় কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোস্তফা মিয়া, সুপারিপাতাছড়া সাব জোন কমান্ডার তানজিমুল আনোয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আলীম চৌধুরী বাংলানিউজকে বলেন, উপজেলার দুর্গম এলাকাগুলোতে যেখানে গরিব জনসাধারণ দূরত্ব ও দুর্গমতার কারণে উপজেলা সদরে গিয়ে চিকিৎসা করাতে পারে না। এসব মানুষের কথা ভেবে জোনের উদ্যোগে দুর্গম এলাকাগুলোতে গিয়ে গরিব জনসাধারণকে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।