বুধবার (১৮ অক্টোবর) দিনব্যাপী ওই উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের উত্তর রহমতপুর এলাকায় এ চিকিৎসা সেবা দেয়া হয়।
লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আলীম চৌধুরী এ চিকিৎসা সহায়তা ক্যাম্পের উদ্বোধন করেন।
এসময় কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোস্তফা মিয়া, সুপারিপাতাছড়া সাব জোন কমান্ডার তানজিমুল আনোয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আলীম চৌধুরী বাংলানিউজকে বলেন, উপজেলার দুর্গম এলাকাগুলোতে যেখানে গরিব জনসাধারণ দূরত্ব ও দুর্গমতার কারণে উপজেলা সদরে গিয়ে চিকিৎসা করাতে পারে না। এসব মানুষের কথা ভেবে জোনের উদ্যোগে দুর্গম এলাকাগুলোতে গিয়ে গরিব জনসাধারণকে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
আরবি/