ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

বরিশাল:  বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রার যাত্রী সচীন হাজারী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (১৮ অক্টোবর) মহাসড়কের সুন্দরদী এলাকার নীলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সচীন হাজারী উপজেলার টরকীচর এলাকার মৃত যতীন হাজারীর ছেলে।

 

এ ঘটনায় আহত মাহিন্দ্রার অপর তিনযাত্রীকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বাংলানিউজকে জানান, সচীন হাজারী কাজের সন্ধানে মাহিন্দ্রা করে ভুরঘাটা যাচ্ছিলেন।

পথে বরিশাল-ঢাকা মহাসড়কের নীলখোলা এলাকায় একটি ট্রাক মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সচীন হাজারী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত হন মাহিন্দ্রার আরও তিনযাত্রী।

এদিকে বুধবার সকালে উপজেলার কটকস্থল এলাকার সাউধের খালপাড় নামক স্থানে হানিফ পরিবহনের একটি যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ৫ যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।