ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘আমরা কেমন আছি’ চিত্রাঙ্কন উৎসবের সমাপ্তি  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
‘আমরা কেমন আছি’ চিত্রাঙ্কন উৎসবের সমাপ্তি   ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে হয়ে গেলো তিন দিনব্যাপী চিত্রাঙ্কন প্রদর্শনী উৎসব ‘আমরা কেমন আছি’। 

বুধবার (১৮ অক্টোবর) প্রদর্শনীটির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের আয়োজনে গত ১৬ অক্টোবর প্রদর্শনীটির উদ্বোধন করেন শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন।

 

জানা যায়, দেশের ৬৪ জেলাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রত্যেকটি জেলায় শিশুদের আঁকা ছবিগুলোর মধ্যে থেকে ঢাকায় ৩টি করে ছবি পাঠানো হয়।  

এসব ছবি নিয়ে গত ১৬ অক্টোবর শিশু একাডেমি প্রাঙ্গণে এ চিত্রাঙ্কন প্রদর্শনীর আয়োজন হয়।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএসি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।