বুধবার (১৮ অক্টোবর) প্রদর্শনীটির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের আয়োজনে গত ১৬ অক্টোবর প্রদর্শনীটির উদ্বোধন করেন শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন।
জানা যায়, দেশের ৬৪ জেলাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রত্যেকটি জেলায় শিশুদের আঁকা ছবিগুলোর মধ্যে থেকে ঢাকায় ৩টি করে ছবি পাঠানো হয়।
এসব ছবি নিয়ে গত ১৬ অক্টোবর শিশু একাডেমি প্রাঙ্গণে এ চিত্রাঙ্কন প্রদর্শনীর আয়োজন হয়।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএসি/এমএ