১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কার্যালয়ে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর তরুন কর্মকার, হাফিজ আল মাহামুদ ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিল।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক সবির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।
পরে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, যুগ্ম-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সহ-সভাপতি আমিনুল ইসলাম তোতা, দফতর সম্পাদক হুমায়ন কবির, উপ-দফতর সম্পাদক কাজী মনির উদ্দিন তারিক, তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহামুদ বাবু, কৃষি বিষয়ক সম্পাদক আ. রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ, যুবলীগ নেতা ও বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম খোকনসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএস/আরআইএস/