ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
কলাপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে মো. আবু বকর (২৫) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেন, পটুয়াখালীর কলাপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে।

দুপুরে কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।