ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ছিনতাইকারীকে গণধোলাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
সিলেটে ছিনতাইকারীকে গণধোলাই

সিলেট: সিলেটে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে জনতা। বুধবার (১৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন মিতালী ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মিতালী ম্যানশনের সামনে ছেঁড়া নোটের ব্যবসায়ী আক্কাস মিয়াকে (৬০) গলায় ছুরিকাঘাত করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার সময় জনতা ওই ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়।  

তবে তাৎক্ষণিক ছিনতাইকারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার পর ছুরিকাহত আক্কাস মিয়াকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গণধোলাইয়ের পর ছিনতাইকারীকে টহল পুলিশ উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।