বুধবার (১৮ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দৌলতপুর জোন) সোনালী সেন জানান, অগ্রণী ব্যাংক দৌলতপুর শাখার দুইতলা ভবনে দুষ্কৃতকারীরা ব্যাংকের গ্রিল কেটে চুরির চেষ্টা চালায়।
পরে পুলিশ ও স্থানীয় জনতার উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, ব্যাংকের পেছনের জানালার গ্রিল কেটে মেশিন, কাটার, কলা, পাউরুটি নিয়ে দুষ্কৃতকারীরা ব্যাংকের ভেতরে ঢোকে। আশপাশের লোকজন টের পেলে তারা দ্রুত পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমআরএম/জেডএস