ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় অগ্রণী ব্যাংকের গ্রিল কেটে চুরির চেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
খুলনায় অগ্রণী ব্যাংকের গ্রিল কেটে চুরির চেষ্টা

খুলনা: খুলনার খানজাহান আলী থানাধীন ফুলবাড়ি গেট এলাকায় অগ্রণী ব্যাংকে গ্রিল কেটে চুরির চেষ্টা করেছে দুষ্কৃতকারীরা। তবে তারা সফল হতে না পেরে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

বুধবার (১৮ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দৌলতপুর জোন) সোনালী সেন জানান, অগ্রণী ব্যাংক দৌলতপুর শাখার দুইতলা ভবনে দুষ্কৃতকারীরা ব্যাংকের গ্রিল কেটে চুরির চেষ্টা চালায়।

এ সময় ব্যাংকের পাশে মসজিদ থেকে বের হওয়া মুসল্লি ও আশেপাশের লোকজন বিষয়টি টের পান। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  

পরে পুলিশ ও স্থানীয় জনতার উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ব্যাংকের পেছনের জানালার গ্রিল কেটে মেশিন, কাটার, কলা, পাউরুটি নিয়ে দুষ্কৃতকারীরা ব্যাংকের ভেতরে ঢোকে। আশপাশের লোকজন টের পেলে তারা দ্রুত পালিয়ে যায়।   
 
বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।