ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজারহাটে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
রাজারহাটে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপ‌জেলার দি‌নোবাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় শ্রাবণ রায় (৬) না‌মে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সে দি‌নোবাজারের শংকর রা‌য়ের ছে‌লে এবং রাজারহাট শিশু নিকেতনের কেজি ওয়ানের শিক্ষার্থী।  

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দি‌কে রাজারহাট-কু‌ড়িগ্রাম সড়‌কের দি‌নোবাজারে এ দুর্ঘটনা ঘটে।

চা‌কিরপশার ইউনিয়‌নের ইউপি সদস্য মোস‌লেম উদ্দিন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বাংলা‌নিউজ‌কে জানান, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অটোরিকশাযোগে রাজারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন শংকর রায়।
 
পথে দিনোবাজার নামক স্থানে তারা অটোরিকশা থেকে নাম‌লে রাজারহাটগামী একটি অটোরিকশা শ্রাবণ রায়কে চাপা দি‌লে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটি‌কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. মোখলেসুর রহমান বাংলা‌নিউজ‌কে বলেন, ঘটনা‌টি লোকমু‌খে শু‌নে‌ছি। ত‌বে এ ঘটনায় কেউ অভিযোগ করতে আসেনি। অ‌ভি‌যোগ পে‌লে ব্যবস্থা নেওয়া হ‌বে।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, অ‌ক্টোবর ১৯, ২০১৭
এফইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।