ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ভুয়া চিকিৎসকের লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
পটুয়াখালীতে ভুয়া চিকিৎসকের লাখ টাকা জরিমানা

পটুয়াখালী: পটুয়াখালীর হেতালিয়া বাধঘাট এলাকায় অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার) এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে আটককৃত মো. শরীফ জালাল (৪৫) ঢাকার গেন্ডারিয়ার নারিন্দা লেন এলাকার বাসিন্দা মৃত এম এ ইউসুফের ছেলে।

রাতে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকের পর শরীফ জালাল তার ডাক্তারি চিকিৎসার সনদপত্র দেখাতে পারেন নি। কিন্তু তার হাতে লিখিত প্রেসক্রিপশন পাওয়া যায়।

পরে জব্দ আলামতসহ ভুয়া চিকিৎসক শরীফ জালালকে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

আদালত তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা ও মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯(১) ধারার অপরাধে অভিযুক্ত করে এক লাখ টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।