এরইমধ্যে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে রাজধানীর বারিধারা এলাকায় বৃষ্টির খবর মিলেছে। এতে ভ্যাপসা গরমের পর কিছুটা হলেও স্বস্তি মিলবে গরমে হাঁপিয়ে ওঠা রাজধানীবাসীর।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বজলুর রশিদ বাংলানিউজকে জানিয়েছেন, রাডারে বৃষ্টির চিত্র দেখা যাচ্ছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে, যা ধীরে ধীরে বাড়বে।
এদিকে বুধবার (১৮ অক্টোবর) দুপুরে বন্দরনগরী চট্টগ্রামে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়েছে। এতে ঘর থেকে বের হওয়া মানুষ আর ঘর ফেরত শিক্ষার্থীরা কিছুটা ভোগান্তিতে পড়লেও প্রশান্তিটাই ছিলো মুখ্য।
চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বাংলানিউজকে বলেন, মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই মূলত বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি ২০ অক্টোবরের মধ্যে ভারতের ওড়িশা রাজ্যের কটক দিয়ে অতিক্রম করতে পারে।
বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
জেডএস