বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তৌফিক এলাহী নামে এক ব্যক্তি বাংলানিউজকে জানান, ধানমন্ডি ৯ 'এ' এলাকায় ছয়তলা বাড়ি নিরাপত্তাকর্মী কর্মী হিসেবে ডিউটিতে ছিলেন আহত ব্যক্তি। ভোরের দিকে কয়েকজন ছিনতাইকারি মিনহাজকে এলোপাথারি কুপিয়ে আহত করেন। এরপর বাসার ভিতরে থাকা একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় মিনহাজকে বাড়ির কেয়ারটেকার হাসপাতালে আনেন।
ঢামেক হাসপাতালের পুলিস ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, আহত ব্যক্তি ঢামেকে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এজেডএস/এএটি