সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাগনলতা গ্রামের একটি ধানক্ষেত থেকে তিন হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোরে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়াদুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বাগনলতা গ্রামের বাবর আলীর ধানক্ষেতে অভিযান চালিয়ে তিনটি বড় ড্রামের মধ্যে বিশেষ কায়দায় রাখা তিন হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা আগেই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।