পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর ক্যাম্পের বিজিবির টহল দল বুধবার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাত দেড়টার দিকে আজোয়াটারী সীমান্তের ৯৪২ নং মেইন পিলারের ১নং সাব পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদশে আসার পথে পাঁচজনকে আটক করে।
এরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চদ্রখানা গ্রামের সুমন পাদ্দার (৩০), নাগেশ্বরী পৌর এলাকার রাশদুল ইসলাম (২৯) এবং রংপুর সদর উপজেলার ধর্মদাস গ্রামের বখতিয়ার রহমান (৩৬), নিউ ইঞ্জিনিয়ার পাড়ার বিশাল (২২), নাহিদ হাসান (৩৮) ।
এছাড়া একইরাতেই কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা এলাকা থেকে তিন বোতল ফেনসিডিলসহ লিটন মিয়া (২২) ও সাত বোতল ফেনসিডিলসহ ইয়াকুব আলীকে (১৯) আটক করে। আটক লিটন উপজলার পশ্চিম বালাতাড়ী গ্রামের ওসমান আলীর ও ইয়াকুব পূর্ব ফুলমতি গ্রামের মোত্তালেব মিয়ার ছেলে।
এছাড়াও ফুলবাড়ী থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) রতন চন্দ্র সন্ধ্যা সাতটার দিকে উপজলার পশ্চিম আজায়াটারী এলাকা থেকে দশ বোতল ভারতীয় এসকাপ সিরাপসহ মনজু রহমান মজু (১৮) নামে এক যুবককে আটক করে। মনজু রহমান উপজলার আজায়াটারী মিস্ত্রিপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, এসব ঘটনায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ও মাদবদ্রব্য নিয়ন্ত্রণ মামলাসহ পৃথক চারটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে আটকদের কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এফইএস/এএটি