বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল সাত টার দিকে আমতলী লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে দুপুর ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে বরগুনা কারাগারে পাঠানো হয়।
আটক আল আমিনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্লাহ বাংলানিউজকে জানান, একটি লঞ্চের সুপারভাইজার আল আমিন চাকরির পাশাপাশি মাদক বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে সকালে আমতলী লঞ্চঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসআই