আটক মাদক ব্যবসায়ী রফিকুল
কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমোরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৭৭ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে আটক মাদক ব্যবসায়ীকে জেল হাজতে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম অপুকে ৫৭৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সময়: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এফইএস/আরআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।