বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালু মিয়া বাড়ি রংপুর জেলার মিঠাপুকুরে বলে জানা যায়।
ওই স্কুলের অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ওই ভবনে কাজ করার সময় সে নিচে পড়ে যায়। এটি একটি দুর্ঘটনা। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। নিহত শ্রমিককে স্কুলের পক্ষ থেকে আর্থিকভাবে সাহায্য করা হবে।
বর্তমানে নিহত শ্রমিক লালু মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা অক্টোবর ১৯, ২০১৭
জিপি