বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহান সোনাতলা পৌরশহরের গড়ফতেহপুর গ্রামের কাজী আলাউদ্দিনের ছেলে।
নিহতের চাচা মো. মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, সোহান নিজেই বাসায় বিদ্যুতের কাজ করছিলো। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিদ্যুতায়িত সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সামিউল মৃত ঘোষণা করেন।
সোহান স্থানীয় সরকারি নাজির আকতার কলেজের ডিগ্রিতে পড়াশোনা করতো যোগ করেন চাচা মো. মোশাররফ হোসেন।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমবিএইচ/জিপি