ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে ২১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
বাঞ্ছারামপুরে ২১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ২১ হাজার তিনশ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৩ বোতল ফেনসিডিলসহ মনোয়ারা বেগম (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা বুধবার (১৮ অক্টোবর) দিনগত রাতে উপজেলার মরিচাকান্দি গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পরিচালক মেজর নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মনোয়ারাকে আটক করা হয়।

এসময় তার ঘর থেকে ২১ হাজার তিনশ’ পিস ইয়াবা ও ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  

এ ঘটনায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।