বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোর ৫টার দিকে শার্শা সীমান্তের অগ্রভুলোট মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক মামুন উপজেলার অগ্রভুলোট গ্রামের মাজহারুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সীমান্ত এলাকায় এক যুবক সন্দেহজনক চলাফেরা করছে। এ সময় পুলিশ অগ্রভুলোট গ্রামের জনৈক বাবুলের ঘেরের পাশ থেকে মামুনকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
শার্শার বাগআচড়া পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দুপুরের দিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
জিপি