ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
শার্শায় অস্ত্র-গুলিসহ যুবক আটক শার্শায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার সীমান্তবতী এলাকা থেকে ১টি নাইন এমএম পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ মামুন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পু‌লিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোর ৫টার দিকে শার্শা সীমান্তের অগ্রভুলোট মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক মামুন উপজেলার অগ্রভুলোট গ্রামের মাজহারুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সীমান্ত এলাকায় এক যুবক সন্দেহজনক চলাফেরা করছে। এ সময় পুলিশ অগ্রভুলোট গ্রামের জনৈক বাবুলের ঘেরের পাশ থেকে মামুনকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করে।  

শার্শার বাগআচড়া পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তার  বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দুপুরের দিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।