ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে মালপত্রসহ ৬ ঘর পুড়ে ছাই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
রূপগঞ্জে অগ্নিকাণ্ডে মালপত্রসহ ৬ ঘর পুড়ে ছাই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নগদ টাকা ও মালপত্রসহ ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক বাছেত মিয়া বাংলানিউজকে জানান, দুপুরে তার বাড়ির একটি বসতঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এসময় ঘরে থকা লোকজন দ্রুত বেরিয়ে প্রাণ বাঁচায়। মূহুর্তের মধ্যে আগুনে পুরে ছাই হয়ে যায় ওই বাড়ির ৬টি বসতঘর। এছাড়াও ঘরে থাকা টিভি, ফ্রিজ, আসবাপত্র ও নগদ দুই লাখ টাকা পুড়ে ধ্বংস হয়ে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টাব্যপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, সময় মতো আগুন নেভাতে না পারলে আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে আরো বড় দুর্ঘটনা ঘটতো।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।