বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী।
সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, সিভিল সার্জন ডাক্তার নিশীত নন্দী মজুমদারসহ জেলার বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার প্রজাতন্ত্রের কর্মচারিদের সততা ও নিষ্ঠার সাথে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
টিএ