ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রাফিক আইন মানলে লাল গোলাপের শুভেচ্ছা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
গোপালগঞ্জে ট্রাফিক আইন মানলে লাল গোলাপের শুভেচ্ছা

গোপালগঞ্জ: ট্রাফিক আইন মানলে পুরষ্কার, না মানলে শাস্তি। গোপালগঞ্জ হাইওয়ে জেলা পুলিশের এমন উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোর) সকাল থেকে গোপালগঞ্জ পুলিশ লাইনের সমানের সড়কে এমন দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন মানতে ও উৎসাহিত করতে হেলমেট পরা চালকদের লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছে পুলিশ।

আর হেলমেট ব্যবহার না করা যাত্রীদের মোটরসাইকেল আটকে কৌশলে হেলমেট কিনতে বাধ্য করছে। হেলমেট কেনার পর তাদেরও লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হচ্ছে।

এ কার্যক্রম পরিচালনা করেন- সহকারী পুলিশ সুপার এসএম আশিকুর রহমান, এসএম জামিল আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর মো. আমিনুর রহমান, মো. মোকলেচুর রহমান প্রমুখ।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি কমাতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে উৎসাহিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।